ঢাকায় সমতটের কাগজ-এর আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : ১৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফেতে সমতটের কাগজ-এর সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি এস.এম মজিবুর রহমান স্যার, সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের সিনিয়র সংবাদপাঠক, সাহিত্যিক, দেশবরেণ্য শিল্পী ফারজানা করিম। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক-কবি কাজী রফিক, শিশু সাহিত্যিক ফোরাম-এর সভাপতি হুমায়ুন কবির ঢালী, কবি প্রদীপ মিত্র, কবি ও গীতিকার সফিকুল ইসলাম ঝিনুক, কবি ও নাট্যশিল্পী মোহাম্মদ শাহজাহান ও উষসী পরিষদ ঢাকার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই ও কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করা হয়। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসমা দেবযানীর দেশের একটি গান দিয়ে অনুষ্ঠানটি দ্বিতীয়পর্বে প্রবেশ করে। কবিতা পাঠ করেন কবি-সাহিত্যিক ও শিক্ষক আইরীন কাকলী, কবি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লা জেলার সভাপতি ফয়জুন্নেছা সীমা, কবি ও বাচিক শিল্পী নাদিরা খানম, কবি-সাহিত্যিক মেরিনা সঈদ ও কবি জাহাঙ্গীর হোসেন। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আবৃত্তি পরিবেশন করেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার মাসুম আজিজুল বাসার। অনুষ্ঠানে ভূপেন হাজারিকার মানবিক গান গেয়ে অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীম চৌধুরী শ্যামল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি-গীতিকার শিপন মানব।