টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা
Published : Monday, 18 October, 2021 at 7:53 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কা ও নামিবিয়া প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা।
বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুই দল। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে জায়গা করে নেওয়া নামিবিয়া।