ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশি পাসপোর্ট পেলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার
Published : Monday, 18 October, 2021 at 7:56 PM
বাংলাদেশি পাসপোর্ট পেলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলারবড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। মাঠ মাতাতে চান লাল-সবুজ দলের জার্সি পরে। স্বপ্ন পূরণে ঢাকায় অনুশীলনও করছেন। তবে বাংলাদেশি পাসপোর্ট না থাকায় একটু অস্বস্তিতে ছিলেন। তার জন্য স্বস্তির খবর যে, সোমবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি  নিশ্চিত করেছে।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। যার প্রাথমিক দলে আছেন জুলকারনাইন। এই মিডফিল্ডার ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলে থাকেন। এখন পাসপোর্ট পেয়ে চূড়ান্ত দলে জায়গা করে নিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন। ইউসুফ ফরোয়ার্ড পজিশনেও খেলতে পছন্দ করেন। অনুশীলনে তার পারফরম্যান্স দৃষ্টি কেড়েছে কোচদের।

আগামী ২৭ অক্টোবর শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। তবে নতুন করে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।