লালমাইয়ে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন
Published : Tuesday, 19 October, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে প্রথমবারের মত জাতীয়ভাবে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে তার সাথে শিশু রাসেলকে নির্মম ভাবে হত্যা করে।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, বিশেষ অতিথি নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রথমেই শিশু রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ পরে দোয়া ও মাহফিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।