ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গল্পের আরেক নাম...আবুল হাসেম খান এমপি
Published : Tuesday, 19 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ছিল শেখ রাসেল। খুনি মোস্তাক ও তার সহযোগী ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করে। বঙ্গন্ধুর মতোই বড় রাজনৈতিক নেতা হবে বলেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ঘাতকরা। এ দেশের মাটিতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের বিচার করা হবে। এতে করে দেশ কলঙ্কমুক্ত হবে। সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে সেমিনার ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)  আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতেই হবে। যে-ই বিশৃঙ্খলা করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এবারের প্রতিপাধ্য বিষয় হচ্ছে" শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্নবিশ্বাস" এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এই সেমিনার ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা'র সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসাইন। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা প্রশাসন। সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মুুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাফী। উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের নেতা হাজী বিল্লাল হোসেন ও ইঞ্জিনিয়ার বাছির খাঁন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি  ইস্রাফিল ভূঁইয়া, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদ আলম হায়দার, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাছান পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পরিসংখ্যান কর্মকর্তা অর্মলেন্দু সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন,সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন খন্দকার,তথ্য আপা মুনিরা বেগমসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।  অনুষ্ঠান শেষে শেখ রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উপজেলা পরিষদ মডেল স্কুলের শিশুদের হাতে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।