ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চেয়ারম্যান রমিজের আচমকা সিদ্ধান্তে নাখোশ ওয়াসিম
Published : Tuesday, 19 October, 2021 at 8:03 PM, Update: 19.10.2021 8:04:30 PM
চেয়ারম্যান রমিজের আচমকা সিদ্ধান্তে নাখোশ ওয়াসিমসম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। দায়িত্বগ্রহণের পর থেকে দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার বেশ কিছু সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। ওয়াসিম বিশ্বাস করেন, সর্বোচ্চ পর্যায়ে পরিবর্তন করার আগে প্রথমে পরিস্থিতি মূল্যায়ন করা উচিত ছিলো রমিজ রাজার।

এ স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম বলেছেন, ‘যখন কোনো সংস্থায় নতুন সিইও বা চেয়ারম্যান নিয়োগ করা হয়, তিনি প্রথম ৯০ দিন বা ২ মাস অন্য কর্মকর্তাদের কাজকর্ম দেখেন। এরপর পরিবর্তনের কাজ শুরু করেন। কারণ এটি দায়িত্বে থাকা ব্যক্তির বিশেষ অধিকার। কিন্তু পিসিবিতে এটি স্বাভাবিকের চেয়ে দ্রুত ঘটেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক এবং পেস বোলিং ওয়াকার ইউনিসের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াসিম বলেন, ‘যা হওয়ার তা হয়েছে। কিন্তু আমি জানি তারা (মিসবাহ এবং ওয়াকার) সত্যিই কঠোর পরিশ্রম করেছে।’

এসময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেরও সমালোচনা করেন ওয়াসিম। তিনি বলেন, ‘আমি মিডিয়া সম্পর্কে যত দূর জানি, আমি দুঃখিত যে তারা এখন ব্যক্তিগত আক্রমণ করে। অনেক সময় খেলোয়াড়রা সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেন। এই কারণে কখনও তারা একজন খেলোয়াড়ের বিরুদ্ধে বলে।’

ওয়াসিম আরও যোগ করেন, ‘সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব নয়। তাই সোশ্যাল মিডিয়ার কথা শোনার কোনো মানে নেই। শুধু আপনার কাজ করুন, অন্য কিছু নিয়ে চিন্তা না করে সঠিক এবং ন্যায্য কাজ করুন।’