ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাম বদলের পরিকল্পনা করছে ফেসবুক: প্রতিবেদন
Published : Thursday, 21 October, 2021 at 1:51 PM
নাম বদলের পরিকল্পনা করছে ফেসবুক: প্রতিবেদনসোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক নাম বদল করে আগামী সপ্তাহ থেকে নতুন করে ব্রান্ডিং করতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য ভার্জ। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

আগামী ২৮ অক্টোবর কোম্পানির বার্ষিক কানেক্ট কনফারেন্সে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম বদলের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তবে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, তার আগেই এই পরিকল্পনা উন্মোচন করা হতে পারে।

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফেসবুক বলেছে, তারা কোনও ‘গুজব বা অনুমানের’ ওপর মন্তব্য করবে না।

ব্যবসায়িক চর্চা নিয়ে মার্কিন সরকারের নিবিড় নজরদারির মধ্যে পড়েছে ফেসবুক। উভয় দলের আইনপ্রণেতারাই কোম্পানিটির ওপর ক্ষুব্ধ। ফেসবুক নিয়ে কংগ্রেসের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর নাম বদল অস্বাভাবিক কিছু নয়। সেবা বিস্তৃত করতে গিয়ে অনেক কোম্পানিই তাদের নাম বদল করে থাকেন। ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করতে এই কোম্পানি গঠন করা হয়।

এছাড়া মঙ্গলবার ঘোষিত এক পরিকল্পনায় ফেসবুক জানিয়েছে, আগামী পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নে তারা নতুন দশ হাজার চাকরির সুযোগ তৈরি করবে।