Published : Wednesday, 20 October, 2021 at 12:00 AM, Update: 20.10.2021 1:11:39 AM
বশিরুল ইসলাম:
কুমিল্লা
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল
হক মুজিব এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বাংলাদেশের মানুষকে শান্তিতে
থাকতে দিতে চায় না। তারা চোরাই হামলা করে এবং নানান ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
কুমিল্লা শহরের নানুয়া দিঘির পাড়ে যারা অঘটন ঘটিয়েছে তারা ষড়যন্ত্রকারী,
চক্রান্তকারী, স্বাধীনতাবিরোধী শক্তি।
মুজিবুল হক মুজিব এমপি গতকাল
বিকালে কুমিল্লায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সম্প্রীতির
সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা
বলেন।
মুজিবুল হক মুজিব এমপি আরো বলেন, কুমিল্লার মানুষ শান্তিপ্রিয়।
এই শান্ত কুমিল্লাকে যারা অশান্ত করে তারা স্বাধীনতা বিরোধী তারা রাজাকার।
১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এই গোষ্ঠী আবারো নতুন
করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লক্ষ্য দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। শান্ত
কুমিল্লাকে অশান্ত করা। স্বাধীনতা বিরোধী গোষ্ঠী মানুষকে শান্তিতে থাকতে
দিতে চায় না। অশান্তি সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনা হবে। আওয়ামীলীগের
অঙ্গ-সহযোগী সংগঠনের সকলকে প্রস্তুত থাকতে হবে। যেখানে সন্ত্রাস সেখানেই
প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তোলা হবে।
আয়োজিত সমাবেশে এ সময় উপস্থিত
ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ
হোসেন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত, দপ্তর সম্পাদক রূপম মজুমদার, বন
ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুন
নবী বাপ্পী, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস ছালাম বেগ, যুবলীগ নেতা হাজী
কামরুল ইসলাম শাহিন, কুমিল্লা জেলা মহিলা আওয়ামীগের সভাপতি কোহিনুর বেগম,
কুমিল্লা জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি সাইফুদ্দিন পাপপু, যুবলীগনেতা
আব্দুস ছোবহান খন্দকার সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি,
সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কুমিল্লায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের
উদ্যোগে আয়োজিত সম্প্রীতির সমাবেশের আগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক
মুজিব এমপির নেতৃত্বে শান্তির শোভাযাত্রা কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে।