ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশ
Published : Thursday, 21 October, 2021 at 6:03 PM
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশদেড়শ ছাড়িয়েছিল আগের ম্যাচে। তবে অসন্তুষ্টি ছিল। কারণ আইসিসির সহযোগী দেশ ওমানের বিপক্ষেও সুবিধা করা যায়নি। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে সুপার টুয়েলভ নিশ্চিতের ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (২৮ বলে ৫০), সাকিব আল হাসানের কার্যকারি ইনিংস (৩৭ বলে ৪৬) এবং আফিফ হোসেন (১৪ বলে ২১) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (৬ বলে ১৯*) ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সুবিধা করতে পারেননি নাঈম শেখ (০), মুশফিকুর রহিম (৫) ও নুরুল হাসান সোহান (০)। ২৩ বলে ২৯ রান করেছেন লিটন দাস।

তারপরও বাংলাদেশ গড়েছে এখন পর্যন্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর। গতকাল (বুধবার) শ্রীলঙ্কার করা ১৭১ রান ছিল সর্বোচ্চ। তবে সাইফউদ্দিনের শেষের ঝড়ে ওই স্কোর টপকে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।