চান্দিনায় পুলিশের সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: গুজব প্রতিরোধে কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ স্বর্বস্তরের জনগণের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চান্দিনা থানার ১,২,৩নং বিট(চান্দিনা পৌরসভা) আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) মো. জুয়েল রানা।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো.গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি দ্বীপক আইচ, উপজেলা রাজকালী মন্দির সভাপতি অধ্যাপক শ্রীধর বনিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো.নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন জনি, বড়গোবিন্দপুর গ্রামের সমাজ সেবক আকতার আহমেদ ভুইয়া প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এএসপি জুয়েল রানা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কিছু ব্যক্তি কিংবা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা উল্লেখ নেই।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজ বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর, সাবেক কাউন্সিলর দৌলত হোসেনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্তরের লোকজন।