বুড়িচংয়ে দোয়া-মুনাজাত ও জশনে জুলছে র্যালি
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলার মাশরায় ঈদ-এ-মিলাদুনবী (সাঃ) উপলক্ষে ফকিরবাজার মাশরা রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত ও জশনে জুলছে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের ফকিরবাজার মাশরা রেজভীয়া দরবার শরীফ প্রাঙ্গণে সভা ও দোয়া মুনাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল হাশেম খান। রেজভীয়া দরবার শরীফের পীর কেবলা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন রেজভীয় হোসাইনীয়া দরকার শরীফের খলিফা গাজী মোঃ ফারুক হোসাইন রেজভী। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা রেজভীয়া দরবার শরীফের খাদেম কাজী আবদুল মালেক রেজভী, বাকশীমুল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, জেলা রেজভীয়া দরবার শরীফের সাবেক সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন রেজভী, , মুফতী শহিদুল্লাহ রেজভী সুন্নী আল কাদরী।
আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন আকাশ, মুফতী আবু কাউছার রেজভী, মোঃ আলমগীর হোসেন রেজভী, মোঃ খাইরুল আমীন রেজভী, আবদুস ছালাম রেজভী, মোঃ শাহজাহান রেজভী, মোঃ মিজানুর রহমান রেজভী।
মিলাদ মাহফিল ও দোয়া আলোচনা সভার পূর্বে হতে একটি জশনে জুলছে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(২০ অক্টোবর ২০২১) বুধবার সকাল ১০ ঘটিকায় বাকশীমূল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। কুমিল্লার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ জন প্রতিযোগি অংশ নেয়। বাকশীমূল কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদের সভাপতি হাজী মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন হাফেজ মাওলানা মোঃ ওবাইদুস সোবহান মামুন সাঈদী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মফিজুল ইসলাম,উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন,উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান, উপদেষ্টা মোঃ শাহজাহান একমি,উপদেষ্টা মোঃ সেলিম, উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর।
বিচারক ও পরিচালনায় দায়িত্বে ছিলেন বাকশীমূল কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ মফিজুল ইসলাম,বিচারকের দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা মোঃ আতিকুর রহমান,হাফেজ মোঃ মাহমুদিল হাসান মাদানি, হাফেজ মোঃ হাসান। প্রতিযোগিতায় কুমিল্লা বউ বাজার তা'লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ আব্দুর রাকিব প্রথম স্থান অর্জন করে।অন্যান্য মাদ্রাসা থেকে অংশগ্রহণকারীদের মধ্য দ্বিতীয় স্থান অর্জন করে মোঃ আশরাফুল ইসলাম,তৃতীয় স্থান অর্জন করেন মোঃ আরিফুল ইসলাম,৪র্থ স্থান অর্জন করে মোঃ সাইদুল ইসলাম,৫ম স্থান অর্জন করে সজিবুল ইসলাম। উক্ত অর্জনকারীকে আর্থিক পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন,বাকশীমূল সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠাকালীন থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। সংগঠনের কর্তৃপক্ষ জানান, এবার কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য এ সংগঠন কাজ করে যাবে।