সাম্প্রদায়িকতার স্থান নেই অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশে চান্দিনায় সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা কমিটি
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার চান্দিনায় সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চান্দিনা কমরেড সুজাত আলী সমাজ গবেষণা কেন্দ্রে ওই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) চান্দিনা উপজেলা উপজেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থা কুমিল্লা অঞ্চল কমিটির সভাপতি আব্দুল জব্বার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) চান্দিনা উপজেলা উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড সুধাংসু কুমার নন্দী, প্রবীণ কৃষক সমিতির নেতা ডাঃ সহিদুল্লাহ ভূঁইয়া, নিজেরা করি সংস্থার চট্রগ্রাম বিভাগীয় সংগঠক সবিতা রানী তালুকদার, নিজেরা করি সংস্থা চান্দিনা উপ-কেন্দ্রের প্রতিনিধি হেলেনা কণা, ভূমিহীন নেত্রী ও ইউপি সদস্য নাজমামা আক্তার, ইউপি সদস্য মিনতি মজুমদার, খোরশেদা বেগম, নিজেরা করি সংস্থার সংগঠক সুবর্না আক্তার, ফাল্গুনি সুলতানা, হানিফা বেগম, হেলেনা কবির, ছাত্র ইউনিয়ন জেলা নেতা সাংবাদিক শফিউল আলম রাজীব, দীপ্ত দেবনাথ প্রমূখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীকে আহবায়ক ও ভূমিহীন নেত্রী লুৎফা বেগম, কমরেড সূধাংসু কুমার নন্দীকে যুগ্ম আহবায়ক এবং পরেশ সরকারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের চান্দিনায় সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার স্থান নেই অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশে। বৃটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে সাম্রাজজ্যবাদী লুটেরা গোষ্ঠীর স্বার্থে বহুবার সাম্প্রদায়ীক দাঙ্গার ষড়যন্ত্র হয়েছে। এদেশের অসাম্প্রদায়ীক মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করেছে। কুমিল্লার ঘটনায়ও সাম্প্রদায়ীক শক্তিগুলো সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছিল। আমরা আজ ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়ীক শক্তিকে প্রতিহত করতে হবে। ৭২’র সংসংবিধান পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের আন্দোলন জোরদার করতে হবে।