Published : Friday, 22 October, 2021 at 12:00 AM, Update: 22.10.2021 1:26:50 AM
ইসমাইল নয়ন।।
"শাসক হিসেবে নয় মাধবপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে চাই" উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক মাধবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সুলতান আহম্মেদ গতকাল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, মাধবপুর ইউনিয়নের বর্তমান এই চেয়ারম্যান শুধু মাধবপুর নয় পুরো উপজেলায় সফল ইউপি চেয়ারম্যান হিসেবে এক জ্বলন্ত আইকন। তিনি ইউনিয়নবাসীর সুখদুঃখের সমান ভাগিদার। চেয়ারম্যান সুলতান আহম্মেদ জনপ্রিয়তার কারণে পর পর তিনবার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় হেট্রিক চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন তিনি। সমাজসেবক হিসেবে তিনি মাদার তেরেসা সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। হয়েছেন শ্রেষ্ঠ চেয়ারম্যানও। মাদক, বাল্যবিবাহ ও বহুবিবাহকে নিয়ন্ত্রণে তিনি আপোষহীনভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মাধবপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করেছেন। এছাড়াও তিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে সাধারণ মানুষের আস্থাশীল হয়ে উঠেছেন।
এদিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দক্ষ রাজনৈতিক ও সংগঠক মাধবপুর ইউনিয়নের পর পর তিন তিনবারের চেয়ারম্যান সুলতান আহম্মেদ সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু ও ব্রাহ্মণপাড়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী'র আস্থাভাজন হিসেবে ইউনিয়নের সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্ব ভাতা সমবন্টনে উল্লেখযোগ্য স্বাক্ষর রেখেছেন। উক্ত ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন করেছেন। ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়ন করে উক্ত ইউনিয়নে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে উক্ত ইউনিয়নের এলাকাবাসীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর অভিমত, তিনি নির্বাচিত হলে বিপুল ভোটে জয়ী হবেন। ইউনিয়নের অবকাঠামোসহ এলাকায় যুগান্তকারী উন্নয়ন অব্যাহত থাকবে।