ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
Published : Friday, 22 October, 2021 at 12:00 AM, Update: 22.10.2021 1:27:48 AM
চান্দিনায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ডরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন্নাহার তাদের সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত দুই যুবক হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের চন্দন রায় এর ছেলে সুজন চন্দ্র রায় (২৪) ও চান্দিনার এওয়াজবন্দ গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে আতিক হাসান (২৮)।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান, মহাসড়কের গোবিন্দপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ইউএনও’কে ফোন দেই। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সুজন চন্দ্র রায়কে ৬ মাসের এবং আতিক হাসানকে ১৫দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। চান্দিনা থানার আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।