ওমরাহ পালনে আগ্রহীদের বুকিং দিতে ১৪ দিন অপেক্ষা করার নিয়ম বাতিল করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে আরব নিউজ এখবর জানিয়েছে।
সৌদি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কৌশল বিভাগের প্রধান ড. আমর আল-মাদ্দাহ জানিয়েছেন, বিধিনিষেধ প্রত্যাহার করায় মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, অগ্রগতির এই পর্যায়ে ওমরাহ পালনে আগ্রহীদের সংখ্যা বাড়ায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। ১৪ দিন অপেক্ষা করার শর্ত এখন আর প্রযোজ্য না। এতে সবাই সমান সুযোগ পাবেন।
গত ১৬ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী প্রার্থনা ফের শুরুর নির্দেশনাও দেওয়া হয়।