ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানা
Published : Tuesday, 26 October, 2021 at 12:00 AM, Update: 26.10.2021 1:22:41 AM
কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন। এ সময় ওজনে কারচুপি করায় পূর্বাশা ফিলিংস ষ্টেশনকে ৩০ হাজার টাকা ও ইলিয়টগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স না থাকায় গাউছিয়া এন্টার প্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সাথে যৌথ অভিযানে দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ইলিয়টগঞ্জ বাজারে ওজনে কম দেওয়ায় অজিত মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, মেয়াদ, মূল্য না থাকায় একটি বেকারীকে তিন হাজার ৫০০ টাকা ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে ওজনে কারচুপি, ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশমান স্থানে মূল্যে তালিকা প্রদর্শন, অবহেলার দ্বারা সেবা গ্রহিতার নিরাপত্তাহীনতাসহ বাজারের উধ্বগতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে । জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।