Published : Monday, 25 October, 2021 at 12:00 AM, Update: 25.10.2021 1:32:08 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা
ঘটে। নিহত শিশুরা হচ্ছে ১৭ মাস বয়সী ফারিয়ান হোসেন ও দুই বছর বয়সী মোঃ
তামিম হোসেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। ফারিয়ান মান্দারিয়া গ্রামের
জাবেদ হোসেনের ছেলে। নিহত অপর শিশু তামিম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার
চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার পুত্র।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজালাল মজুমদার। তিনি
জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই
নাতিকে হারিয়ে পাগলপ্রায় আবু তাহের মিয়াজী ওরফে তানু মিয়া বলেন, ২০ দিন আগে
তার মেয়ের ঘরের নাতি তামিম হোসেন মায়ের সাথে তাদের বাড়িতে বেড়াতে আসে।
রোববার দুপুরের পর থেকে তামিম ও ফারিয়ানকে খুজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য
সকল স্থানে খোঁজাখুজি করার পরে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে তাদের লাশ
ভেসে উঠে। পরে তাদেরকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুইজনকেই মৃত
ঘোষণা করে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলেটা (জাবেদ হোসেন)
বিদেশে থাকে। তাকে আমি কি বলবো। আমার মেয়েটাও তার শ্বশুড় বাড়িতে গিয়ে জবাব
দিবে?’