Published : Monday, 25 October, 2021 at 12:00 AM, Update: 25.10.2021 1:31:47 AM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগী হয়েছেন ১৭৯ জন। এদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন মোট ৮৭ জন। চলতি অক্টোবর মাসে মোট রোগী ভর্তি হয়েছেন চার হাজার ৩০১ জন।
রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৪০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছে ৬৮০ জন,আর বাকি ১৬০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২২ হাজার ৪৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২১ হাজার ৫৭১ জন।