Published : Tuesday, 26 October, 2021 at 12:00 AM, Update: 26.10.2021 1:22:35 AM

সুশাসনের
জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সাম্প্রদায়িক
সম্প্রীতি বিনষ্টের কারণ হিসেবে বিচারহীনতা, পরস্পর দোষারোপের সংস্কৃতি ও
যারা দোষী তারা বিচারের আওতায় আসে না বরং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির ফলে
সংখ্যালঘুদের উপর হামলার পূনরাবৃত্তি ঘটছে।
তিনি আরও বলেন, কুমিল্লার
ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। যারা এর সাথে জড়িত তাদেরকে
শাস্তির আওতায় আনা হউক। নিরাপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়।
কুমিল্লা
টাউন হল কনফারেন্স হলে 'সুজন' আয়োজিত 'জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে
করনীয়' শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের একথা বলেন।
সোমবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে নাগরিক সংলাপে প্রধান আলোচক ছিলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
সুজন
কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ
ডা. মোসলেহ উদ্দিন, প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া, জেলা সিনিয়র তথ্য
কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুর
রহমান জুয়েল, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা সভাপতি ডাক্তার
মোসলেহ উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক ফাহানা আমিন,
জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, প্রত্যয় উন্নয়ন সংস্থার
নির্বাহী পরিচালক মাহমুদা আক্তারসহ আরো অনেকে।