ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯
Published : Monday, 25 October, 2021 at 5:46 PM
করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৮৯সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে।

একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৯ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্ত বেড়ে হলো ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এই ভাইরাসে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।