ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শান্তি সমাবেশ
Published : Tuesday, 26 October, 2021 at 12:00 AM, Update: 26.10.2021 1:22:30 AM
কুমিল্লার সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শান্তি সমাবেশ‘হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে দিন কাটায়’ এমনি স্লোগানে স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় নগরীর ১৭নং ওয়ার্ডের সাহাপাড়া শ্রী শ্রী দুর্গা পূজা মন্দিরে এ সমাবেশ হয়।এতে মহানগর ইসকন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ৩টি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
কুমিল্লা মহানগর ইসকন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীমান পীতাম্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, আমরা হিন্দু ও মুসলিম মিলেই এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমাদের মাঝে এমন সম্প্রীতির সেতু বন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মোঃ সোহেল। অতন্দ্র প্রহরীর ন্যায় তিনি আমাদের জন্য কাজ করেন। সকল বিপদ-আপদে আমরা তাকেই পাশেই পাই।
টি এম সি সদস্য ও শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের শ্রীমান রূপচন্দ্র শ্যাম দাস ব্রহ্মচারী (ইসকন) বলেন, আমাদের সকল কাজে কাউন্সিলর সোহেলের অংশগ্রহণ উল্লেখযোগ্য। আমাদের কেহ মারা গেলে তিনি নিজে কাধে নিয়ে সৎকার পর্যন্ত উপস্থিত থাকেন।
শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের টি এম সির সদস্য মুত্যুঞ্জয়ী যুবিধির দাশ (ইসকন) বলেন, গত দশবছরে অনেক ভালো আছি এবং নিরাপদে আছি। বর্তমানে সোহেল ভাইয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কাউন্সিলর সোহেল অসাম্প্রদায়িক ও সৎ ও নিষ্ঠাবান লোক। গত ১৩ অক্টোবর ঘটে যাওয়া ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং কাউন্সিলরের বিরুদ্ধে যেই কুৎসা রটানো হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। কেননা তিনি আমাদের যে কোন বিপদ আপদে উপস্থিত থাকেন।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সহ সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তেলিকোনা এলাকার সর্দার মাজেদুর রহমান, দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক যদু লাল সাহা, শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা, নকুল মোদক, কার্তিক সাহা, সুমন সাহা, ইন্দ্রজিৎ সাহা, শিউলি সাহা, ববিতা রানি পালসহ আরো অনেকে।
শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহার সঞ্চালনায় সাহাপাড়া হিন্দু সম্প্রদায়ের সকল পরিবার, ইসকন সংগঠনের সদস্যবৃন্দ ও দুর্গা পূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।