ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিশুদের স্কুলে ফেরা নিরাপদ করতে ১৯ উন্নয়ন সংস্থার উদ্যোগ
Published : Wednesday, 27 October, 2021 at 12:00 AM
শিশুদের স্কুলে ফেরাকে নিরাপদ করার লক্ষ্যে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন চালু করেছে জাতীয় ও আন্তর্জাতিক মোট ১৯টি উন্নয়ন সংস্থা। মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে ১৯টি উন্নয়ন সংস্থা তাদের ক্যাম্পেইন পরিকল্পনা এবং ফলাফল তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর ও অ্যাডভোকেসি কেএএম মোর্শেদ বলেন, ‘শিশুদের বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় করোনা মহামারির দুঃসময় পার করে দীর্ঘ প্রায় ১৮ মাস পর গত ১২ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার, যা একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে, শিশুদের স্কুলে ফেরাকে নিরাপদ করা, যাতে করে তারা কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত থেকে নিয়মিত আগের মতো লেখাপড়া চালিয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘শিশুদের নিরাপদে স্কুলে ফেরা নিশ্চিত করতে বাংলাদেশে শিশু, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সচেতনার বার্তা পৌঁছে দিতে ক্যাম্পেইনটি ‘৩৬০ ডিগ্রি এডুটেইনমেন্ট’ বা আনন্দের সঙ্গে শিক্ষা পদ্ধতিতে সাজানো হয়েছে। যাতে এর বার্তা যেকোনও মাধ্যমে, যেকোনও উপায়ে সব শিশু এবং তাদের পরিবারের কাছে পৌঁছানো যায়। ক্যাম্পেইনটির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগের সব মাধ্যম ব্যবহার করা হচ্ছে।’
কেএএম মোর্শেদ বলেন, ‘দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে স্কুল এবং কর্ম এলাকায় পোস্টার, স্টিকার, লিফলেট বিতরণ; স্থানীয় পর্যায়ে রেডিও অনুষ্ঠান, গান, নাটক, শিশু থিয়েটার, এলাকাভিত্তিক মাইকিং রিকশা ও অটোরিকশা পেইন্ট, টিভি বিজ্ঞাপন এবং মোবাইল ভয়েস এসএমএস-এর মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে। এমনকি গানে গানে শিশুদের সচেতন করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছে জলের গান। এছাড়াও ক্যাম্পেইনে আরও যুক্ত হয়েছেন ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।’
দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা ছাড়াও ৫৬ জেলার ১০ হাজারের বেশি স্কুলে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উল্লেখযোগ্য প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্কুলের শিক্ষকদের জন্য কোভিড-১৯ নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ স্কুলগুলোতে মাস্ক, হাত ধোয়ার স্যানিটাইজেশন উপকরণ, থার্মাল ডিটেক্টর, শিক্ষা উপকরণ ইত্যাদি সরবরাহসহ হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে।’
ক্যাম্পেইনের সঙ্গে জড়িত সংস্থাগুলো হলো—ব্র্যাক, গণসাক্ষরতা অভিযান, ঢাকা আহছানিয়া মিশন, এডুকো বাংলাদেশ, এফআইডিডিবি, ফ্রেন্ডশিপ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন, জাগরণী চক্র ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রুম টু রিড বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, সাইটসেভারস বাংলাদেশ, সিনেমি ওয়ার্কশপ বাংলাদেশ, অষ্টমী ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, ভিএসও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইপসা।