বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?
Published : Friday, 5 November, 2021 at 12:00 AM
চলতি
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে প্রাইজমানি দেয়া হবে প্রায় ৫০ কোটি টাকা।
ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায়
১৪ কোটি আর রানার আপ দল পাবে ৭ কোটি টাকা। সবমিলিয়ে এ টুর্নামেন্টের
প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ইউএস ডলার।
কিন্তু এই বিশ্বকাপ থেকে খুব
বেশি টাকা আয় হচ্ছে না বিসিবির। কারণ টুর্নামেন্টের আট ম্যাচ খেলে ছয়টিতেই
হেরেছে টাইগাররা। প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে হেরেছে
টানা পাঁচ ম্যাচ।
নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জিতলে দল
পাবে ৪০ হাজার ডলার। তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে গেলে ১ লাখ ২০ হাজার
ইউএস ডলার পাবে। আর প্রথম সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতলে ৪০ হাজার ইউএস
ডলার। আর যদি কোনো ম্যাচ না জিতেও সুপার টুয়েলভ থেকে কোনো দল বিদায় নেয়
তাহলে সেই দল পাবে ৭০ হাজার ডলার।
বাংলাদেশ প্রথম রাউন্ডে দুই জয় পাওয়ায়
প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভ
নিশ্চিত করায় পাচ্ছে আরো ৭০ হাজার ডলার। মোট ১ লাখ ৫০ হাজার ডলার পাচ্ছে
বাংলাদেশ। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি
২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।