ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Published : Friday, 5 November, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ১১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান চলমান আছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর আলিম মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী জিয়াউল আলম, মাওলানা শামসুদ্দিন, মাষ্টার তাজুল ইসলাম, আবদুল করিম ভুঁইয়া প্রমুখ।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ইঁদুর নিধন অভিযানে সবাইকে এগিয়ে আসার দরকার। ইঁদুর নিধনের ফাঁদ কিংবা বিষ প্রয়োগ করার আগে  অন্য খাবার দিয়ে আগ্রহ আনতে হবে পরে বিষ প্রয়োগ করতে হবে। মাসব্যাপী ইঁদুর নিধনের বিষয়ে কৃষকদের সচেতন করছে কৃষি অফিস। একই সাথে ইঁদুর নিধনে মাদরাসা ছাত্র-ছাত্রীদের নানা পরামর্শও দেয়া হয়।