ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ
Published : Friday, 5 November, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর ফায়ার সার্ভিস কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন ফায়ার সার্ভিস স্টেশন এর ফায়ার ফাইটার এম হাবিব উল্লাহ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীম আরা, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং অগ্নিকাণ্ডের বিশেষ মহড়া প্রদর্শন ও পরিচালনা করেন বুড়িচং ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন  অফিসার মোঃ আতাউর রহমান সরকার।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নাল হোসেন ফকির, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ইসমাঈল হোসেন নয়ন, মোঃ জামাল হোসেন, মোঃ মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন এর ফায়ার লিডার এম জহিরুল ইসলাম, মোঃ ইয়াছিন, নুরুল আফসার, জহির রায়হান, হাসিবুর রহৃান ও নাজমুল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন এর ভার প্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকারের নেতৃত্বে অগ্নিনির্বাপক যান্ত্রিক শোভা যাত্রা বের হয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রদক্ষিণ করে।