Published : Friday, 5 November, 2021 at 12:00 AM, Update: 05.11.2021 1:18:51 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অভিযান চলাকালে পলাতক এক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার (৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তর্বী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদক বিরোধি টাস্কফোর্স অভিযান চলাকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমির বাশতলী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হনুফা খাতুনের ঘর তল্লাশী চলানো হয়। এ সময় তার ঘর থেকে ১০ বোতল ফেন্সিডিল, ৫ বোতল স্ক্যাফ সিরাপ ও মাদক বিক্রি বাবদ ৬৮,৭০০/ টাকা জব্দ করা হয়। হনুফা খাতুন (৪১) অভিযানের সময় পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কুমিল্লা জেলা অফিস ।
এছাড়া ওই ইউনিয়নের হরিমংঙ্গল বাজারে মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম (৩০), জামাল হোসেন (৩৫) নামের দুই ব্যাক্তিকে জিগাসাবাদ ও তাদের তল্লাশী করলে তাদের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালত খোরশেদ আলম ও জামাল হোসেনকে তিন মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
এছাড়া, একই ইউনিয়নের আশাবাড়ী (সীমান্ত) এলাকায় এক মাসুদ রানা (৩০) নামের এক যুবককে তল্লাশী করলে তার কাছ থেকে সেবনের উদ্দেশ্যে রাখা ১ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালত মাসুদ রানাকে ২ (দুই) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া আশাবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালানের ১৪৫ প্যাকেট পার্ক চকলেট, ১৩৩ পিস টুথপেস্ট ও ৩৫ টি রূপার বাকনল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলাকে একটি মাদক মুক্ত ও চোরাচালান মুক্ত উপজেলায় রুপান্তর করতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা করে বর্ডার গার্ড অব বাংলাদেশ এর শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কুমিল্লা জেলা অফিস।