টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নামিবিয়াকে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। নামিবিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে গিয়েছিল সেমিফাইনালের দৌড়ে থাকা কিউইরা। তবে শেষে সেই চাপ কাটিয়ে বড় সংগ্রহ করেছেন তারা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কিউইদের দলীয় রান ১৬৩।
এই খেলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘কোহলিদের উল্লাস চুপসে গেল কিউইদের ব্যাটিং ঝড়ে’।
খবরে বলা হয়েছে, ভারতীয় সমর্থকরা চাইছেন নিউজিল্যান্ডের হার। এর জন্য তারা তাকিয়ে আছেন আফগানিস্তানের দিকে। কিন্তু শুক্রবার নামিবিয়ার সামনেই প্রায় ভেঙে পড়েছিল নিউজিল্যান্ড।
নামিবিয়া ১৬ ওভারে তুলেছিল মাত্র ৯৬ রান। কিউই ব্যাটারদের আটকে রেখেছিলেন নামিবিয়ার বোলাররা। কিন্তু শেষ চার ওভারে সব হিসেব উল্টে দিলেন গ্লেন ফিলিপ্স এবং জিমি নিশাম। বিরাট কোহলিদের আশার ফানুস হঠাৎ করেই চুপসে গেল।
শেষ চার ওভারে উঠল ৬৭ রান। ফিলিপ্স ২১ বলে ৩৯ রান করেন। নিশাম করেন ২৩ বলে ৩৫ রান। শেষ ওভারে বল করেন নামিবিয়ার জনাথন স্মিট। সব মিলিয়ে ১০টি বল করেন সেই ওভারে। চারটি ওয়াইড-সহ দেন ১৮ রান। ডেথ ওভারে নামিবিয়ার বল করার অনভিজ্ঞতার সুযোগই কাজে লাগালেন নিশামরা।
শুরুতে মার্টিন গাপটিল (১৮ বলে ১৮ রান) এবং ড্যারিল মিচেলকে (১৫ বলে ১৯ রান) তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে কোহলীদের আশা বাড়িয়ে ছিলেন বার্নার্ড স্কোলজরা। কেন উইলিয়ামসন ফেরেন ২৫ বলে ২৮ রান করে। তাকে বোল্ড করেন জেরহার্ড ইরাসমস। রান আউট হয়ে ফেরেন ডেভন কনওয়ে (১৮ বলে ১৭ রান)। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডকে অক্সিজেন দেন ফিলিপ্স এবং নিশাম। নামিবিয়ার সামনে ১৬৪ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ড।