শ্রীলঙ্কায় যাওয়ার পর জামালদের করোনা পরীক্ষা
Published : Friday, 5 November, 2021 at 8:51 PM
শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল এখন রাজধানী কলম্বোতে। শুক্রবার বিকালেই সেখানে পৌঁছেছে মারিও লেমসের দল। হোটেলে পৌঁছে অবশ্য বাংলাদেশ দলকে করোনা পরীক্ষাও দিতে হয়েছে।
উজবেকিস্তান থেকে অনূর্ধ্ব-২৩ দলের মিশন শেষে আগেই সেখানে গেছেন ৭ জন খেলোয়াড়। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও ১৬ জন। কাল শনিবার কলোম্বোতে প্রথম অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।
টুর্নামেন্টে বাংলাদেশ আগামী ৮ নভেম্বর সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ১১ নভেম্বর মালদ্বীপ এবং তিন দিন পর স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে ১৭ নভেম্বর।