ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্কটল্যান্ডকে ৮৫ রানেই গুটিয়ে দিল ভারত
Published : Friday, 5 November, 2021 at 9:35 PM
স্কটল্যান্ডকে ৮৫ রানেই গুটিয়ে দিল ভারতহারলেই বিদায়, জিতলে সেমিফাইনালের কিঞ্চিত আশা জিইয়ে থাকবে।

এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল ভারত।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর গতি আল রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটিশরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩৭তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

স্কটল্যান্ড: জর্জ মানসে, কাইল কোয়েতজার, ম্যাথিউ ক্রস, রিচি বিরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফইয়ান শরিফ, ইভান্স ও বার্ড ওয়েল।