সীমান্তে ২ দিন পড়ে থাকার পর দেশে এলো দুই যুবকের লাশ
Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM
সিলেটের কানাইঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ দুই দিন পর উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
শুক্রবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল কানাইঘাট থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে তাদের লাশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পড়ে ছিল। শুক্রবার বিজিবি লাশ দুইটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
তিনি আরও বলেন, ‘উভয় যুবকের শরীরে একটি করে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ সিলেট ওসমানী মেডিক্যালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি যুবক নিহত হন। তারা হলেন- কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি।