একই ইউনিয়নে চেয়ারম্যান পদে মা-মেয়ের মনোনয়ন জমা
Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন মা ও মেয়ে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ইউনিয়নজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
মনোনয়ন জমা দেওয়া মা-মেয়ে হলেন- ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকি ও তাদের মেয়ে সাফিয়া পারভিন।
সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে স্ত্রী আকলিমা খাতুন লাকি জয়ী হন। বর্তমানে তিনিই চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
বর্তমান চেয়ারম্যান ও মনোনয়ন জমাদানকারী আকলিমা খাতুন লাকি বলেন, ‘আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ২০১৮ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তার জনপ্রিয়তার কারণে উপনির্বাচনে জনগণ আমাকে বিজয়ী করেছিলেন। গতবারও আমার মেয়ে নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু বয়সের কারণে সেটা হয়নি। আমাদের শত্রু অনেক। সে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু নির্বাচন করবে আমার বড় মেয়ে সাফিয়া পারভিন। কোনও কারণে মেয়ের মনোনয়নে সমস্যা হলে আমি নির্বাচন করবো। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। মেয়েরটা কোনও সমস্যা না হলে সেদিন আমারটা প্রত্যাহার করে নেবো।’
মেয়ে সাফিয়া পারভিন ইউনিয়নে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বলেন, ‘মূলত নির্বাচন করবো আমি। গতবারও আমি করতে চেয়েছিলাম, কিন্তু বয়সের কারণে হয়নি। সে জন্য আম্মা নির্বাচন করেছিলেন। এলাকার ভোটাররা আম্মাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। এবারও আম্মা এবং আমি মনোনয়ন জমা দিয়েছি। তবে খুব দ্রুত আম্মার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে নির্বাচিত হয়ে মেয়াদ শেষ করার আগেই সন্ত্রাসীরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করে। আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে আমার প্রয়াত বাবার অবাস্তবায়িত কাজগুলো বাস্তবায়ন করে মানুষের পাশে থেকে স্বপ্ন পূরণে উদ্যোগী হব।’
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন শ্যামলী রানী অধিকারী। তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীবান্ধব। জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। সংরক্ষিত নারী সদস্য হিসেব কাজ করেছি। আমার কাজ দেখে দলীয় টিকিট দেওয়া হয়েছে। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই।’
প্রসঙ্গত, কৃষ্ণনগর ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন নারী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ছয়জন। তারা হলেন- আব্দুর রহমান, রওশন আলী কাগজী, আহসানুর রহমান, জি এম রবিউল্লাহ বাহার, শাজাহান কবির ও নজরুল ইসলাম। কালিগঞ্জে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১২ ইউনিয়নে নির্বাচন হবে। ২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে চেয়ারম্যান পদে ৬৬, সাধারণ সদস্য পদে ৪৫৮ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।