Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM, Update: 06.11.2021 12:23:09 AM
রাজধানীর
সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার
সার্ভিস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন
লাগে।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল
তৈরির কারখানা ছিল সেটি। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার
রাশেদ বিন খালেদ বলেছেন, রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় ৫
জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে সোয়ারীঘাটে জুতার কারখানাটি ধোঁয়ায়
ভরে যায়। এ সময় ভেতর থেকে বের হতে না পেরে ধোঁয়ায় শ্বাসরোধে ওই পাঁচ
শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শুক্রবার (৫
নভেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।
রাশেদ বিন খালেদ বলেন, কারখানাটিতে
জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তবে
আগুনে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। মরদেহ শনাক্তের জন্য ঢাকা
মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক হাফিজুর
রহমান রাইজিংবিডিকে বলেন, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে রাবার জাতীয় কাঁচামাল
পাওয়া গেছে। রাবার এক ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এছাড়াও ডিওপি তেল
মজুত ছিল। যা দাহ্য পদার্থ। তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা
যাবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত
বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তারা বেশ কিছু আলামত সংগ্রহ
করে। দলপ্রধান পুলিশ ইন্সপেক্টর সাইফুর রহমান ভূঁইয়া এ সময় গণমাধ্যমকে
বলেন, আমরা যেসব আলামত সংগ্রহ করেছি সেগুলো নিয়ে রাসায়নিক ল্যাবে পরীক্ষা
করা হবে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে পুরান ঢাকা এলাকায় সব ধরনের
দাহ্য পদার্থের গোডাউন বা কারখানার অনুমোদন দেওয়া বন্ধ রাখলেও ওই কারখানাটি
খোলা ছিল।