ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত
ইসমাইল নয়ন
Published : Saturday, 6 November, 2021 at 7:05 PM
ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিতকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। শতাব্দী প্রাচীন এ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আধুনিক ও উন্নত মডেল দেশ হিসে পরিচিত করেছেন। গতকাল শনিবার ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এডভোকেট আবুল হাশেম খান এ কথা বলেন। এ সময় তিনি, সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার আহবান জানান।
'বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন' এবারের এই স্লোগানকে সামনে রেখে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সামাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈনুল হাসান। পরিচালনা করেন সমবায়ী এনামুল হক সুমন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ ছাড়া, দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন করা হয়। পতাকা উত্তলন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়কে ঘুরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।