ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জার্মানিতে ট্রেনে ছুরি হামলা, আহত ৩
Published : Saturday, 6 November, 2021 at 8:51 PM
জার্মানিতে ট্রেনে ছুরি হামলা, আহত ৩জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে। হামলার সময়ে ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে নুরেমব্যর্গ যাচ্ছিল। জার্মানির সংবাদ মাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আহত হয়েছেন। দুইজনের পরিস্থিতি গুরুতর। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। তারা বলছে, এখন আর কোনো ঝুঁকি নেই৷ ‘‘এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে আর কোনো বাড়তি তথ্য নেই,’’ বিবৃতিতে জানিয়েছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বিআর টুয়েন্টিফোর নামের একটি সম্প্রচার মাধ্যমকে বলেন, হামলার বিস্তারিত এখনো পরিষ্কার নয়। সকাল ৯টা ২০ মিনিটে পুলিশ এই ঘটনায় ফোন কল পেয়েছিল।
বিল্ড তাদের প্রতিবেদনে বলেছে, তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী যোগসাজশ খুঁজে পায়নি। ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ। ওই দুই শহরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স