ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আবুল কালাম আজাদ
Published : Saturday, 6 November, 2021 at 9:09 PM
মনোহরগঞ্জে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মনোহরগঞ্জ উপজেলার  উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ পুরস্কার বিতরণ শনিবার প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আবদুল হালিম। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শেখ কামাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ। 
সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমিন শরীফ ও ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন 
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাবেক সদস্য মাওলানা ইয়াকুব শরীফ, মাষ্টার খোরশেদ আলম বাহার,হাফেজ ফারুক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল মান্নান, আলহাজ্ব গোলাম রহমান, মাহফুজুর রহমান, ডাঃ আবু জাফর,আবু ইউসুফ, খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভা। দ্বিতীয় অধিবেশনে মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃআবদুল হালিম বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। 
সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার একাডেমিক ও অবকাঠামো দিক থেকে ব্যাপক উন্নয়ন করেছে। 
তিনি বলেন, তোমাদের কাজ হচ্ছে নিয়মিত পড়া-লেখা করা।দেশ প্রেম বুকে ধারণ করা,জঙ্গী-মাদক-সন্ত্রাসী কর্মকান্ড থেকে দুরে থাকা।ভালো মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করা।
তাহলেই তোমাদের লক্ষে পৌঁছা সম্ভব হবে।
পরে তিনি সকলকে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করেন।