ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘চ্যাম্পিয়ন’ব্রাভোর বিদায়টা রঙিন হলো না
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM
স্মরণীয় ইনিংস বা বোলিং স্পেল করে রাজকীয় বিদায় যে কোনো ক্রিকেটারের আজীবন লালিত স্বপ্ন। তবে সবার ভাগ্যে এমন স্মরণীয় বিদায় জোটে না। যেমনটা জোটেনি ডোয়াইন ব্রাভোর বেলায়ও। সেমিফাইনালের আগে বিদায় নিয়ে ‘চ্যাম্পিয়ন’ গান গাইতে না পারার ‘আক্ষেপ’ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ব্রাভো।
আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ক্যারিয়ারের শেষ ম্যাচে ১২ বলে ১ ছক্কায় ব্রাভো করলেন ১০ রান। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ২০০৪ সালের ১৮ এপ্রিল গায়ানার জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ব্রাভো।
দীর্ঘ সাড়ে ১৭ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি মিলে মোট ২৯৫ ম্যাচ খেলেছেন ব্রাভো। টেস্টে ২২০০, ওয়ানডেতে  ২৯৬৮ ও  টি-টোয়েন্টিতে ১২৫৫ রান করেছেন উইন্ডিজ অলরাউন্ডার।
মোট ২৯৫ ম্যাচের মধ্যে  ২৮৮ ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছেন ব্রাভো। যেখানে টেস্টে ৮৬, ওয়ানডেতে ১৯৯ ও টি-টোয়েন্টিতে ৭৮ উইকেট নিয়ে মোট ৩৬৩ উইকেট নিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করতে না পারলেও ব্রাভো বিদায় বেলায়ও ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ ভুলে যাননি। মাঠ থেকে উঠে যাওয়ার মুহূর্তে তাকে এবং ক্রিস গেইলকে গার্ড অব অনার দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলও।
গার্ড অব অনারের বেস্টনি থেকে বের হতেই তিন সামনে পেলেন ডেভিড ওয়ার্নারকে। তার সঙ্গেই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ড্যান্সে মেতে ওঠেন ব্রাভো। যদিও তা ছিল অল্প সময়ের জন্য।