ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক মোল্লা, উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্ বিএসসি। ভ্যার্চুয়ালী যোগ দেন প্রধান অতিথি অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু,। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, নোবেল গ্রুপের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ভেলু, ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,।
এসময় আরও উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ওহাব সেলিম, সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ নয়ন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হোসেন মিয়াজি, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত মজুমদার ।
উপজেলার বাকই উত্তর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়, জরাজীর্ণ বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে। ভবন নেই, নেই স্বাস্থ্য সন্মত স্যানিটেশন ব্যবস্থা। অনুষ্ঠানে বক্তারা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন এই এলাকায় শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়ের একটি ভবন ও চলাচলের রাস্তাটি পাকাকরণ করা অত্যন্ত জরুরি।