ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউএনও’র আশ্বাসের পর একটি পাকা ঘরের স্বপ্ন দেখছেন ষাটোর্ধ্ব মাজেদা বেগম
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
দুই শতক সরকারি খাস জায়গায় জীর্ণশীর্ণ একচালা টিনের ছোট্ট একটি ঘরে থাকেন ষাটোর্ধ্ব মাজেদা বেগম। বৃদ্ধা মাজেদা বেগম উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের মৃত হাশেম ভূঁইয়ার স্ত্রী। গত ১০ বছর আগে স্বামী হাশেম ভূইয়া মারা যান। মৃত্যুর সময় দরিদ্র হাশেম ভূঁইয়া স্ত্রী-সন্তানের জন্য সহায়-সম্বল কিছুই রেখে যাননি।
স্বামী মারা যাওয়ার কয়েক বছরের ব্যবধানে বিভিন্ন রোগে মারা যান মাজেদার তিন ছেলে সন্তানও। নিরুপায় হয়ে যান বৃদ্ধা মাজেদা বেগম। স্বামী ও তিন ছেলে সন্তানের মৃত্যুর পর লোকজনের সহযোগিতায় সরকারি দুই শতক খাস জায়গা ঝুপরী ঘর তুলেন মাজেদা। এ ঘরেই ২০বছর ধরে থাকছেন ভূমিহীন মাজেদা বেগম। বর্তমানে অর্থাভাবে ঘরটি সংস্কার করতে পারছেন না তিনি। একটু বৃষ্টি হলেই ঘর ভেসে যায়, বিছানাপত্র ভিজে যায়। প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যের ঘরে আশ্রয় নিতে হয় তাকে।
বৃদ্ধা মাজেদা বেগম বলেন, গত ২২ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী আহমেদ নামে তার এক ছেলে মারা যান। এরপর বিভিন্ন রোগে তাঁর আরও দুই ছেলেও মারা যান। বর্তমানে আমার ভরণপোষণ চালাচ্ছেন মেয়ের জামাই অটোচালক মাহবুব। ওষুধপত্রসহ ভরণপোষণ চালিয়ে তাঁরই সংসার চালানোই দায়। উপজেলা নির্বাহী অফিসার আমাকে একটি পাকা ঘর দিবেন বলে আশ্বাস দিয়েছেন। ওই ঘরের স্বপ্নে দিন দিন কাটছে এখন।
উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের ৯৯১নং দাগে ৭৬শতক সরকারি জায়গায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ১০টি পাকার ঘর নির্মাণের পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। এর জন্য সরকারের কাছে  মোট ৪০টি ঘরের বরাদ্দ চাওয়া হয়েছে যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.গিয়াস উদ্দিন প্রকেল্পর জমি পরিদর্শনে এসে বৃদ্ধা মাজেদার ভাঙাচোরা ও জির্ণশীর্ণ ঘর দেখে তাকে একটি পাকা ঘর দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা গোলাম মাওলা জানান, মরিচা গ্রামে সরকারি বরাদ্দে ১০টি ঘরসহ মোট ৪০টি ঘর নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। ষাটোর্ধ্ব মাজেদাকে বেগমকে একটি পাকা ঘর দেওয়ার কথা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার বলেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য মোট ৪০টি ঘরের বরাদ্দের চাহিদা দেয়া হয়েছে। মরিচা গ্রামে ১০টি ঘর নির্মাণ করা হবে। গৃহহীন ও ভূমিহীন মাজেদা বেগমকে একটি পাকা ঘর দেওয়া হবে।