ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাশের হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানও বাড়াতে হবে-আইসিটি প্রতিমন্ত্রীর পিএস
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক ।।
আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সাইফুল ইসলাম বলেছেন, আমাদের শিক্ষায় পাশের হার ও জিপিএ ৫ বাড়লেও শিক্ষার প্রত্যাশিত মানোন্নয়ন হচ্ছে না। পাশের হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুনগত মান বাড়াতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চার পাশাপাশি মুক্তিযুদ্ধেও চেতনা, অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ চর্চায় মনোযোগী করে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে তা বিশে^ বিরল। সরকারের ডিজিটালাইজেশনের ফলে শিক্ষায় আইসিটির ব্যাপক ব্যবহার হচ্ছে। প্রযুক্তির কল্যাণে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। প্রযুক্তির সুফল যেমন রয়েছে তেমনি কুফলও রয়েছে। প্রযুক্তির অপব্যবহার বিশেষ করে স্মাটফোনের অপব্যবহার রোধে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের গাইড দেওয়ার জন্য শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি সঠিক সময়ে কলেজে উপস্থিত থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কলেজেআপনারসন্তানকেপাঠদানের দায়িত্বেরপাশাপাশি নৈতিকতা মূল্যবোধসৃষ্টিকরতেহবে। কলেজের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে আমি সবসময় আপনাদেও পাশে আছি। কারণআমি এএলাকারই সন্তান।
গতকাল শনিবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের মূখ্য আলোচক ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা’র  উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেতু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো: মফিজুল ইসলাম খাঁন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। মতবিনিময় কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দুলাল পোদ্দার, গভর্ণিং বডির সদস্য মো: রাসেল প্রধান, জাহাঙ্গীর আলম খন্দকার মানিক, শিক্ষক মো: কাউছার মিয়া, অভিভাবক আনোয়ার হোসেন ভূইয়া, দ্বাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমিন এবং উপস্থাপনা করেন উপাধ্যক্ষ মো: মোসলেহ উদ্দিন। এসময় কলেজের শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।