ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউপি নির্বাচনে কাউকে মানোনয়ন বানিজ্য করার সুযোগ দেয়া হবে না
Published : Sunday, 7 November, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর।।
বিগত ইউপি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম সরকার  কোটি কোটি টাকার মনোনয়ন বানিজ্য করেছেন। কিন্তু সে সময় ওই নেতা কাউকে মনোনয়ন এনে দিতে পারেনি। ফলে মনোনয়ন প্রত্যাশীরা টাকা ফেরত চেয়ে ওই নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছিল। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই নেতা আবারো মনোনয়ন বানিজ্য করার পাঁয়তারা করছেন। এবার কোন অবস্থাতেই সেই নেতাকে মনোনয়ন বানিজ্য করার সুযোগ দেওয়া হবে না। কারো নাম বিক্রি করে কেউ মনোনয়ন বানিজ্যের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে।
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত রামচন্দ্রপুর উত্তর ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথাগুলো বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-আল রশীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন মিয়া মেম্বারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের উপস্থাপনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম হাসু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া মেম্বার, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নাজমুল হক নাজিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্যসচিব রাজিব মুন্সী প্রমুখ।
কর্মী সমাবেশে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।