ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৈরী আবহাওয়ার কবলে শ্রীলংকার চার জাতি ফুটবল টুর্নামেন্ট
Published : Tuesday, 9 November, 2021 at 12:00 AM
প্রবল বর্ষণ আর বৈরী আবহওয়ার কারণে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ ও সিসেলসের মধ্যেকার উদ্বোধনী ম্যাচটি সোমবারের পরিবর্তে পিছিয়ে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার।
আয়োজকরা চেষ্টা করেছিল শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচটি আয়োজনের। শেষ পর্যন্ত এই ম্যাচটিও পিছিয়ে দিতে হয়েছে। সোমবার উদ্বোধনী দিন নির্ধারণ থাকলেও এখন ম্যাচহীনই পার করতে হয়েছে দিনটি।
এখন সোমবারের দুটি ম্যাচই হবে মঙ্গলবার। বাংলাদেশ ও সিলেসলস খেলবে বিকেল ৪টায়। রাত ৯টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও শ্রীলংকা। ম্যাচ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর আগে বাড়তি একদিন সুযোগ পেলো।
দলের সিনিয়র খেলোয়াড় তপু বর্মন এটিকে বাংলাদেশের জন্য ভালো হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘আমরা শ্রীলংকায় এসে একদিন বেশি সময় পেলাম। খুব ভালো হলো। সিসেলসের সঙ্গে আমরা কখনও খেলিনি। তবে ওদের খেলা দেখেছি ঢাকায়, বঙ্গবন্ধু গোল্ডকাপে। আমরা চেষ্টা করবো সিসেলসকে হারিয়ে শুরু করতে। লিগভিত্তিক খেলায় প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ।’
শারীরিক গঠনে সিসেলস একটু এগিয়ে থাকলেও টেকনিক্যাল ও টেকটিক্যালি নিজের এগিয়ে রাখছেন তপু বর্মন, ‘আফ্রিকার দল। হয়তো ফিজিক্যালি একটু এগিয়ে থাকবে। তবে আমরা যদি বল পায়ে রাখতে পারি তাহলে ভাল রেজাল্ট করা সম্ভব। আমরা সবাই খেলার মধ্যেই ছিলাম। প্রস্তুতিও ভালো হয়েছে।’
কোচ মারিও লেমোস বলেছেন, ‘সবাই আজকেই ম্যাচ খেলার অপেক্ষায় ছিল। পিছিয়ে গেছে। প্রথম ম্যাচে ভালো খেলার প্রত্যয় নিয়ে সবাই অপেক্ষা করছে। আমরা টুর্নামন্ট শুরু করতে প্রস্তুত।’