ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হল সমুদ্রের লক্ষ্যবস্তু
Published : Tuesday, 9 November, 2021 at 1:00 PM
ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হল সমুদ্রের লক্ষ্যবস্তুইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর যৌথ মহড়ার দ্বিতীয় দিনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সমুদ্রে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী থেকে শুরু করে ভারত মহাসাগরের উত্তরাংশে, ওমান সাগরে এবং লোহিত সাগরে এই মহড়া চলছে।

এ ব্যাপারে রিয়ার এডমিরাল মাহমুদ মুসাভি জানান, ইরানি নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি নাসর, কাদের এবং কাদির জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কল্পিত শত্রুর সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
তিনি জানান, ইরানের মাকরান উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং ২০০ কিলোমিটার দূরের শত্রুর লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। এছাড়া দীর্ঘ পাল্লার কাদির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।

ইরানের এ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা আরও জানান, গতকালের মহড়ায় ইরানি সাবমেরিন তারেক ও গাদির কল্পিত শত্রুর বিরুদ্ধে পানির উপর এবং পানির নিচে লড়াইয়ে লিপ্ত হয় এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো ব্যবহার করে শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করে। সূত্র: পার্সটুডে