ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়েমেনে নারী মডেলের ৫ বছরের কারাদণ্ড
Published : Tuesday, 9 November, 2021 at 1:08 PM
ইয়েমেনে নারী মডেলের ৫ বছরের কারাদণ্ডইয়েমেনে একজন নারী মডেল ও অভিনেত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।  অশ্লীলতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিদ্রোহী হুতি কর্তৃপক্ষ।  খবর বিবিসির।

দণ্ডিত অভিনেত্রীর নাম ইনতিসার আল হাম্মাদি।  তার বয়স ২০।  হাম্মাদি এর আগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন।  পরে বেরিয়ে এসে অভিযোগ করেন, সানায় বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।  ওই সময় তাকে গালাগালসহ লাঞ্চিতও করা হয়।  তার চোখে বেধে গোপন নথিতে সই নেওয়া হয়।

হাম্মাদির সঙ্গে গ্রেফতার হওয়া আরও তিন নারীও দণ্ডিত হয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মামলাটি নিয়ে অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের ইয়েমেন বিষয়ক গবেষক আফরা নাসে এই টুইটে এই সাজার নিন্দা জানিয়েছেন।  হাম্মাদির সাজাকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি।

ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি বলেছেন, ইয়েমেনে নারীদের ওপর হুতি সন্ত্রাসীরা যে সহস্র অপরাধ করছে তার নমুনা হচ্ছে হাম্মাদির সাজা। 

হাম্মাদি গত কয়েক বছর ধরেই মডেল হিসেবে কাজ করছেন।  ইয়েমেনের দুটি টিভি সিরিজে নিয়মিত অভিনয় করছেন তিনি।  তিনি মুখ ঢাকা ছাড়াই ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন।  হাম্মাদির বাবা ইয়েমেনি আর মা ইথিওপিয়ান বংশোদ্ভূত।  

হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে যে, সানার একটি আদালত মিজ হাম্মাদিকে অশ্লীল কাজ এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

হাম্মাদির আইনজীবী খালিদ আল-কামাল জানান, তারা এই রায়ের বিপক্ষে আপিল করবেন।

তার আইনজীবী জুন মাসে হিউম্যান রাইটস ওয়াচকে বলেছিলেন যে, হাম্মাদি সানায় অন্য নারীদের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় হুতি বিদ্রোহীরা তাদের গ্রেপ্তার করে।

ওইসময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং তার মডেলিং ফটোগুলিকে অশ্লীলতা বলে ধরা হয়েছে। আর এজন্যই হুতিরা তাকে একজন পতিতা মনে করত।