ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ছাত্রলীগ নেতার জানাজায় জনতার ঢল
প্রদীপ মজুমদার
Published : Tuesday, 9 November, 2021 at 7:03 PM
লালমাইয়ে ছাত্রলীগ নেতার জানাজায় জনতার ঢলকুমিল্লার লালমাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সদস্য, লালমাই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লা আল খিদরী (২৫) জানাজা সম্পন্ন হয়েছে। 
তার এই অকাল মৃত্যুতে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে। 

মঙ্গলবার বিকাল ৪.৩০ উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে তার প্রথম জানাজা ও পরে উপজেলার রসুলপুর তার বাড়িতে  দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
আবদুল্লা আল খিদরীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 
এর আগে সোমবার ১২ টার দিকে উপজেলার রসুলপুর তার নিজ বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক তারে পিষ্ট হলে হাসপাতালে নেওয়ায় পথে মারা যায়।  

নিহত আবদুল্লা আল খিদরী  উপজেলার রসুলপুর  গ্রামের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে। সে ঢাকা কলেজে গণিত বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলো। 
লালমাইয়ে ছাত্রলীগ নেতার জানাজায় জনতার ঢল
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিজ নিজ ফেসবুক আইডিতে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ। 
গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি,তিনি বলেন এই মৃত্যুর শান্তনা আমার জানা নেই, আমরা আমাদের একজন বিশ্বস্ত কর্মীকে হারিয়েছি। আল্লাহপাক যেন তাকে বেহেশত নসীব করেন। 
অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন বলেন তার মৃত্যু অনেক বেদনা দায়ক, আমি তার আত্মার শান্তি কামনা করছি। 
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন খিদরীর সাথে আমার আত্মার সম্পর্ক ছিলো, সে একজন ভালো মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল বারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,  যুবলীগ নেতা কামরুল হাসান ভূট্টো, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল শাহীন,, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব আলী, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম,  বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,  ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম, সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ নয়ন, সাংগঠনিক সম্পাদক জাবেদ, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিফাত মজুমদার প্রমুখ।