ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইল্যান্ড পিকের চূড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি পৌঁছে দিলেন শায়লা
Published : Tuesday, 9 November, 2021 at 7:14 PM
আইল্যান্ড পিকের চূড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি পৌঁছে দিলেন শায়লাহিমালয়ের আইল্যান্ড পিক জয় করেছেন শায়লা বিথী নামে বাংলাদেশের পর্বতারোহী। তিনি গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে পর্বতটির চূঁড়ায় গিয়ে পৌাঁছান। 

তিনি কাঠমান্ডু থেকে রওয়ানা দিয়ে মাত্র ১১ দিনে হিমালয়ের ৬১৬০ মিটার উঁচু পর্বতটি জয় করতে সক্ষম হলেন । 

এই অভিযানে  বিথী হিমালয়ে বিখ্যাত ‘থ্রি পাস’ পাড়ি দেন। তিনি গত ৬ নভেম্বর কংমালা পাস, ৪ নভেম্বর চোলা পাস, ২ নভেম্বর রেঞ্জোলা পাস পাড়ি দেন। অভিযানে শায়লা বিথীর সঙ্গে ছিলেন একজন নেপালি শেরপা ও একজন ছিলেন পোর্টার এর। 
এ অভিযানে আইল্যান্ড পিকের চূড়ায় বিথী গর্বের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পৌঁছে দিয়েছেন। তিনি ধর্ষণ, সাম্প্রদায়িকতা বিরোধী এবং পরিবেশ রক্ষায় নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন। 

শায়লা বিথী গত ২৫ অক্টোবর নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা থেকে যাত্রা শুরু করেন। এরপর ২৮ অক্টোবর ভোরে কাঠমান্ডু থেকে বিমানের সহযোগে লুকলা গিয়ে পৌঁছেন। লুকলা থেকেই মূলত অভিযাত্রীদের ট্রেকিং শুরু করা হয়। লুকলা নেমে সেখান থেকে ফাকদিন নামে একটি গ্রামে গিয়ে সেখানে রাত্রিযাপন করেন। পরের দিন তারা নেপালের বিখ্যাত পাহাড়ি শহর নামচে বাজার পৌঁছান। সেখান থেকে পরদিন থামে নামে একটি গ্রামে পর্যন্ত পৌঁছান। 
৭ নভেম্বর বিকেল ৪টার দিকে আইল্যান্ড পিকের হাই ক্যাম্পে পৌঁছে যান শায়লা  বিথী। সেখান থেকেই পরদিন রাত ২ টা ২০ মিনিটে পর্বত চূড়ার দিকে  যান। সকাল ৮ টা ৩৫ মিনিটের দিকে চূড়ায় গিয়ে পৌঁছান। পরে তিনি সেখান থেকে সঠিকভাবে নেমে আসেন। এখন তিনি ফিরে আসতেছেন। আগামী ১৫ নভেম্বর বিথী ঢাকায় ফিরবেন।