তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
জাতীয়
ক্রিকেট লিগেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা নিজেদের জাত
চেনাচ্ছেন। সোমবার রংপুরের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে এক ইনিংসে
প্রথমবার পাঁচ উইকেট পান খুলনার মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার আরেক যুব বিশ্ব
জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার
সেঞ্চুরি পেলেন।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা মেট্রোর বিপক্ষে
সেঞ্চুরির দেখা পান তানজিদ। ২০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার প্রথম ইনিংসে
প্রথম বলেই আউট হন। রাজশাহী প্রথম ইনিংসে করেছিল ২৩২ রান। পরে ঢাকা মেট্রো
চার ক্রিকেটারের ফিফটিতে ৩৯৮ রান করে ১৬৬ রানের লিড নেয়।
তবে তামিমের
দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোকে পেছনে ফেলেছে রাজশাহী।
তৃতীয় দিনের খেলায় ৪১ রানে অভিষেক মিত্র বিদায় নিলে ভাঙে তাদের উদ্বোধনী
জুটি। তারপর জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে শতাধিক রানের অপরাজিত জুটিতে
রাজশাহীকে লিড এনে দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ১৫ রানে এগিয়ে।
তানজিদ ১৫৮ বলে ১২৮ রানে অপরাজিত এবং ৩৪ রানে খেলছেন জুনায়েদ।