Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM, Update: 10.11.2021 12:49:41 AM
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের কয়েকটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গুলোকে পকেট কমিটি আখ্যায়িত করে সোমবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশগ্রহন করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা সদরের বাসষ্টেন্ড এলাকায় আবু তাহের স্মৃতি মঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলার আটটি ইউনিয়ন থেকে বিপুল নের্তৃবৃন্দ দলে দলে মিছিল নিয়ে আসে। এসময় বিক্ষোভ মিছিলে কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। কর্মসূচিগুলো হলো- আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল নের্তৃবৃন্দ নিয়ে পকেট কমিটি বাদ দিয়ে পুনরায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি দিতে হবে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পকেট কমিটি তুলে ধরা হবে, দাবী মানা না হলে কুমিল্লা জেলা আওয়ামীলীগ অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে এবং সর্বশেষ কেন্দ্রীয় আওয়ামীলীগের ধানমন্ডি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করা হবে বলেও প্রতিবাদ সভায় জানানো হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফল করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল কাফী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ছিদ্দিকুর রহমান,
জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম ঠিকাদার, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া,
সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও কাশেদুল আলম ভূইয়া বাবু, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন ও এনামুল হক এনাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক মোশারফ হোসেন আলীফসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। প্রতিবাদ সভায় দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন বক্তারা।