Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:35 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির
গৌরীপুর খিদমা ডিজিটাল হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে তিন
সন্তান জন্ম দিলেন এক মা। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে পৃথিবীর আলোর মুখ
দেখেন তারা। এ যেন পৃথিবীতেই স্বর্গের দেখা মা সুমাইয়া বেগমের। খুশিতে
আত্মহারা সুমাইয়ার পরিবার পরিজনসহ স্বজনরা।
সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন ডা: সুলতানা জাহান হেমা এবং এ্যানেসথেসিয়া প্রয়োগ করেন ডা: মো: সালাউদ্দিন ভূঁইয়া।
গৌরীপুর
খিদমা ডিজিটাল হসপিাটলের চেয়ারম্যান দেওয়ান মো: সাইফুল ইসলাম স্বপন বলেন,
চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার জয়নগর গ্রামের সৌদি প্রবাসী মো: সাদ্দাম
হোসেনের স্ত্রী সুমাইয়া বেগম প্রসব ব্যাথা নিয়ে সকালে হসপিটোলে ভর্তি হন।
অন্য একটি হসপিটালের দেয়া রিপোর্টে যমজ বাচ্চার কথা উল্লেখ থাকলেও বুধবার
সকালে সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন।
বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ এবং বিশেষজ্ঞ ডাক্তারের পযর্বেক্ষনে রয়েছে।
এদিকে
নবজাতকদের মামা আব্দুল বাতেন বলেন, এক সাথে তিন জনের মামা হতে পেরে আনন্দে
আত্মহারা আমি। এ সংবাদে বোনের স্বামী ও আত্মীয় স্বজনদের মাঝে খুশির হাওয়া
বইছে। তিনি নবজাতকদের সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে একই সঙ্গে
তিন ফুটফুটে সন্তান জন্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে শত শত লোক হাসপাতালে ভিড়
জমায় তাদের এক নজর দেখতে।