বাংলাদেশের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। করোনা নেগেটিভ হয়ে আজ (সোমবার) থেকেই অনুশীলন শুরু করেছে পাকিস্তান দল।
গত দু’দিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে আকাশ মেঘলাও ছিল। এর পরেও সফরকারীরা হোটেলে বসে থাকেনি। শুধুমাত্র উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে হোটেলে রেখে সকাল দশটায় মিরপুরের একাডেমিতে পা রাখে তারা।
টানা বৃষ্টির পর হালকা শীতে শুরুতে ওয়ার্মআপে নেমে পড়েন হাসান আলী-শাহিন আফ্রিদিরা। এরপর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ফিল্ডিং অনুশীলন করেন। চলে লং ফিল্ডিংও। এ বিভাগে আলাদা নজর দেওয়ার কারণ সেমিফাইনালে হাসান আলীর ক্যাচ মিসটাই দলটাকে ছিটকে দিয়েছিল। এখন মিরপুরে এমন ভুল করতে চান না তারা। তাইতো ফিল্ডিং অনুশীলনে হাসান আলীদের বেশ সিরিয়াস দেখা গেলো।
সবশেষে একাডেমির বামপাশের দুই উইকেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে পাকিস্তান। একাডেমির সেন্টার উইকেটে চলে দুই স্পিনারের বোলিং। সেটা তদারক করেন প্রধান কোচ সাকলাইন মোস্তাক।
সোমবারের অনুশীলনে পাকিস্তানের তিন ক্রিকেটার ছিলেন না। উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ভীষণ অসুস্থতার খবর সবারই জানা। সে কারণেই হয়তো তাকে নিয়ে সতর্ক সফরকারীরা। এছাড়া অধিনায়ক বাবর আজম ও সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। পাকিস্তানের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।