কুমিল্লার চান্দিনায় এসএসসি সমমান পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তাছাড়া পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অপরাধে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সদরের আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে বহিস্কার করা হয়। পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে অসাধু উপায় অবলম্বন করার সময় কেন্দ্র পরিদর্শক উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. সালাউদ্দিন ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন। পরে কেন্দ্র সচিব অধ্যক্ষ জাকির হোসেন তাকে বহিস্কার করেন। সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনায় ৭১জন শিক্ষার্থী অনুপস্থিত। এদের মধ্যে ২২জন এসএসসি ও ৪৯জন দাখিল পরীক্ষার্থী ছিল। এরমধ্যে চান্দিনা পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, মহিচাইল কেন্দ্রে ৯ জন দোল্লাই নবাবপুর কেন্দ্রে ৫ জন, এতবারপুর কেন্দ্রে ৪ জন, আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২১ জন ও বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৮ ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় চান্দিনা উপজেলায় মোট ৭টি কেন্দ্রে ২ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ২ হাজার ৪০৪জন পরীক্ষার্থী।